ফ্রান্স প্রতিনিধিঃ গতকাল সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তজাতিক সম্পাদক ডঃ শাম্মী আহমেদের সাথে ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন । বৈঠকে তারা ফ্রান্স আওয়ামী লীগের চলমান পরিস্থিতি ও ইউরোপিয়ান আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে আলোচনা করেন ।
নজরুল চৌধুরী ফ্রান্স আওয়ামী লীগের ৪ বারের সাবেক সভাপতি বেনজির আহমেদ সেলিমের নাম প্রস্তাব করলে শাম্মী আহমেদ জানান প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কিছু দিনের মধ্যেই ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হবে ও পরে সম্মেলনে মাধ্যমে দ্রুত প্রতিটি দেশে একক কমিটি করা হবে ।একজন প্রাজ্ঞ ও গ্রহনযোগ্য নেতাকেই ইউরোপিয়ান আওয়ামী লীগের দ্বায়িত্ব দেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন ।
উল্লেখ্য ইউরোপিয়ান আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের হঠকারী সিদ্ধান্তে ইউরোপের প্রতিটি দেশেই ২/৩ টি করে কমিটি রয়েছে । ইউরোপিয়ান আওয়ামী লীগের কর্মকান্ডে কেন্দ্রীয় নেতৃবৃন্দ খুবই ক্ষুব্ধ । ২০০২ সালে অনিল দাশ গুপ্তকে সভাপতি ও এম এ গনি কে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করেন দলীয় সভানেত্রী শেখ হাসিনা । বিগত বছর গুলোতে ইউরোপিয়ান আওয়ামী লীগের একটি শক্তিশালী টিম হিসেবে নিজেদের অস্তিত্ব জানান দিতে ব্যর্থ হয়েছেন । এখানে কেউ কারো নেতৃত্ব মানতে নারাজ ।প্রধানমন্ত্রীর অস্ট্রিয়া সফরের পর ইউরোপিয়ান আওয়ামী লীগের অস্তিত্ব নেই বললেই চলে ।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ২০ অক্টোবর ২০১৭