স্পেনে বাংলাদেশিদের মে দিবস পালন, ৬ দফা দাবি

‘দুনিয়ার মজদুর এক হও, লড়াই করো’- এ স্লোগানের মধ্য দিয়ে সারা বিশ্বের মতো ইউরোপের দেশ স্পেনেও পালিত হয়েছে শ্রমিক দিবস। বার্সেলোনাসহ প্রতিটি শহরে বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠনের আমন্ত্রণে ‘পাপেল পারা তদোর বাংলাদেশি’ সমন্বয়ক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ কামরুলের তত্ত্বাবধানে ৬ দফা নিয়ে প্রবাসীরা এতে অংশ নেন।

বাংলাদেশিরা ছাড়াও ৬ দফা দাবির এই আয়োজনে অংশ নিয়েছে স্প্যানিশ মরক্কো, আফ্রিকান, সেনেগালসহ বিভিন্ন দেশের শ্রমিক জনতা। এ সময় ওয়ার্ক পারমিট, অবৈধ প্রবাসীদের জন্য ডিক্লারেশন ও কর্মসংস্থান, পরীক্ষা ছাড়া স্প্যানিস নাগরিকত্ব দেওয়ার দাবি করা হয়।

মানবাধিকার সংগঠন পাপেল পারা তদোর পক্ষে প্রতিনিধিত্ব করেন এনরিকি, নরমাসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ স্থানীয় নেত্রীবৃন্দ।

দাবিগুলো হলো- বর্ণবাদীদের বিদেশিদের উপর নির্যাতন ও জুলুম বন্ধ, কর্মসংস্থান সৃষ্টি, কাজের কন্ট্রাক ব্যাতীত রেসিডেন্স কার্ড প্রদান, স্প্যানিশ পাসপোর্ট’র জন্য ল্যাঙ্গুয়েজ পরীক্ষা বাতিল এবং প্রবাসীদের জন্য ডিক্লারেশন সহজ করা।

Scroll to Top