মালয়েশিয়ায় স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রাস্তা পারাপারে সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি।
জানা যায়, কুয়ালালামপুরের জালান মাহারাজালেলা এলাকায় হাঁটতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি সাদা রঙের বিএমডব্লিউ গাড়ি তাকে চাপা দেয়। এতে তার হাতে, কনুইয়ে, হাঁটুতে আঘাত লাগার পাশাপাশি তার কপাল ছুলে যায়। তারপর থেকে ধারণকৃত ফুটেজটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এদিকে, নগরের ট্রাফিক বিষয়ক তদন্ত ও শৃঙ্খলা রক্ষা বিভাগের প্রধান সহকারী কমিশনার জানান, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে, দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশি গাড়ির কাছাকাছি থাকায় চালক সময় মতো গাড়ি থামাতে পারেননি। দুর্ঘটনার পর চালক গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং আহত ব্যক্তিকে দ্রুত কুয়ালালামপুর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা করান।
প্রধান সহকারী কমিশনা আরও বলেন, এই মামলাটিতে ট্রাফিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ৫০ এলএন১৬৬/৫৯ ধারায় তদন্ত চলছে।