মালয়েশিয়ায় লাইসেন্সবিহীন ব্যবসা করায় ১৯ বাংলাদেশিসহ আটক ২১

লাইসেন্সবিহীন ব্যবসা ও অভিবাসন বিভাগের আইনবহির্ভূত কাজ করার দায়ে মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের শাহ আলম এলাকায় ১৯ বাংলাদেশি ও দু\’জন ইন্দোনেশিয়ান নাগরিকসহ মোট ২১ জনকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। এদের বয়স ২০ হতে ৪৫ বছরের মধ্যে।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকেল ৬টা পর্যন্ত টানা ৪ ঘণ্টা অভিযান চালিয়ে সেলাঙ্গর প্রদেশের শাহ আলমের কিলাং জিহাত এলাকার দুটি গার্মেন্টস কারখানা থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন সেলাঙ্গর ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহামদ শুকরি নবী।

এ প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়া সংবিধান আইন মোতাবেক অবৈধভাবে মালয়েশিয়াতে অবস্থান এবং কাজের পারমিটের লঙ্ঘন করে অবৈধভাবে কাজ করার অপরাধে এদের আটক দেখানো হয়েছে। আটককৃত সবাইকে ডিটেনশন ডিপোতে রাখার আগে কোভিড-১৯ স্ক্রিনিং-এর জন্য স্বাস্থ্য ক্লিনিকে রাখা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ধারা ৬ (১) (গ) ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩, ধারা ১৫) (১) সমান আইন এবং রেগুলেশন ৩৯ (খ) ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর অধীনে মামলার তদন্ত চলছে।

Scroll to Top