মালয়েশিয়ায় অভিযানে ১২ বাংলাদেশিসহ ৪৯ বিদেশি শ্রমিক আটক

মালয়েশিয়ায় পুলিশ একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ১২জন বাংলাদেশি শ্রমিকসহ ৪৯জন বিদেশি শ্রমিককে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের কোনো নাম বা পরিচয় জানা যায়নি।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বারতাম এলাকায় একটি বাংলো নির্মাণ সাইটে পুলিশ, ইমিগ্রেশন বিভাগ ও নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ডের অভিযানে এই ৪৯জন শ্রমিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ২৩জন রোহিঙ্গা, ১৪জন ইন্দোনেশীয় ও ১২জন বাংলাদেশি রয়েছেন।

অভিযানের বিষয়ে উত্তর সেবেরাং প্রাইয়ের জেলা পুলিশ প্রধান নূরজাইনি মোহাম্মদ নূর বলেছেন, কোভিড ১৯-এর বিস্তাররোধে নির্মাণ শ্রমিকরা স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি অনুযায়ী কাজ করছেন কিনা তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় শ্রমিকদের বৈধ কাগজপত্র না পাওয়ায় ৪৯ জন বিদেশিকে আটক করা হয়। এছাড়া তাদের কাছে কোভিড-১৯ পরীক্ষার কোনো কাগজও ছিল না। রাজ্য সিআইডিবির পরিচালক জাহিদি হাশিম জানিয়েছেন শ্রমিকদের তথ্য জমা দিতে ব্যর্থ হওয়ায় নির্মাণ সাইট ঠিকাদারকে একটি নোটিশ দেওয়া হয়েছে।

Scroll to Top