দক্ষিণ আফ্রিকায় ক্রমেই কমছে করোনার সংক্রমণ। কিন্তু দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ থাকায়, প্রবাসী অভিভাবকরা সন্তানদের লেখাপড়া আর মানসিক অবস্থা নিয়ে রয়েছেন শঙ্কায়। তারা চাচ্ছেন টিকা কার্যক্রম জোরদার করে, যেন আবার আগের অবস্থায় ফিরে যায় দেশ।
দেশটিতে দিনে দিনে কমে আসছে করোনা সংক্রমণ। স্বাস্থ্যবিধি মেনে চলায় এসেছে সুফল। প্রবাসী বাংলাদেশিরাও মেনে চলছেন নিয়ম কানুন। আক্রান্ত ও মৃতের সংখ্যা কমায় কাটতে শুরু করেছে আতঙ্ক। স্বস্তির সুবাতাস বইছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে।
করোনাভাইরাসের বিস্তার রোধে সীমিত শিক্ষা-কার্যক্রমে সময়োপযোগী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন বাংলাদেশি শিক্ষার্থীরা। দীর্ঘমেয়াদে ঘরবন্দি সন্তানের শারীরিক, মানসিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। সংক্রমণ কমায় দেশটির ২০টি সীমান্ত খুলে দেয়ায় বাড়ছে অর্থনীতির গতি। কিন্তু ভ্যাকসিন আমদানি আর প্রয়োগ জটিলতায় রয়েছে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব।