মালয়েশিয়া বিমানবন্দর থেকে করোনায় আক্রান্ত দুই বাংলাদেশি আটক

স্থানীয় সময় রোববার কোভিড-১৯ স্ক্রিনিং টেস্ট পজেটিভ নিয়ে মালয়েশিয়া থেকে আকাশপথে দেশে ফেরার চেষ্টা করলে ২০ বছর বয়সী দুই বাংলাদেশি যাত্রীকে আটক করা হয়। এই ঘটনা ঘটে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। উক্ত ঘটনায় একজন পুলিশ অফিসার ও একজন সিকিউরিটি গার্ড করোনার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

জানা যায়, বাংলাদেশি দুজন যাত্রী মালিন্দো এয়ারের শেষ ফ্লাইটে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে কুয়ালালামপুরের বিমান বন্দরে এসে পৌঁছান। রাত ৯টার দিকে ফ্লাইটে ওঠার আগ মুহূর্তে কোভিড-১৯ পরীক্ষা করার সময় একজন অফিসার তাদের দুজনের কাছে করোনার পজেটিভ সনদ দেখতে পান। সেখানে একটি বেসরকারী ক্লিনিকের প্যাডে কোভিড পরীক্ষার করোনা পজেটিভ থাকা সত্ত্বেও তারা কাউকে কিছু না বলে ফ্লাইটে ওঠার চেষ্টা করে।

আর এ সময় পুলিশ আটক দুই বাংলাদেশিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের টিমের সাথে যোগাযোগ করতে বলে। সেই সঙ্গে পরবর্তী পদক্ষেপের জন্য তাদের মালয়েশিয়ার সুঙ্গাইবুলু হাসপাতালে পাঠানো হয়েছে।

ছবি ও সূত্রঃ সময় নিউজ

Scroll to Top