দক্ষিন আফ্রিকায় বেড়েই চলেছে সন্ত্রাসীদের দৌরাত্ম্য। এবার দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রভিন্সের নিউক্যাসেল এলাকায় জাহাঙ্গীর হোসেন নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
নিহত জাহাঙ্গীর হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী শরীফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার বিকাল ৫ টার দিকে নিউক্যাসেল ওসোজানী বক্স সেন্টার নামক এলাকায় নিজ দোকানের সামনে দাঁড়িয়ে ছিল জাহাঙ্গীর। হঠাৎ কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় জাহাঙ্গীরের।