বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ও জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১৮ আগস্ট ভার্চুয়াল শোক সভার আয়োজন করে ‘আপস্টেট নিউইয়র্ক আওয়ামী লীগ’। সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান এবং আবদুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, সাংস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, কৃষি ও সমবায় সম্পাদক আশরাফুজ্জামান ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট মোর্শেদা জামান।
সভাপতিত্ব করেন আপস্টেট নিউইয়র্ক আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক মিজানুর রহমান ও পরিচালনা করেন সদস্য-সচিব অধ্যাপক ড. হাসান আহমেদ।
সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য মাহমুদ খান ও দোয়া পরিচালনা করেন যুগ্ম আহবায়ক পীরজাদ নুরল আবেদিন।
সভায় বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শহীদ হাসান।
আরও বক্তব্য দেন ‘আপস্টেট নিউইয়র্ক আওয়ামী লীগ’র সদস্য আমিরুল ভুইয়া, হাডসন সিটির কাউন্সিলম্যান শেরশাহ মিজান ও সদস্য মাহমুদ খান।