যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আরও ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দাস করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। ২৩ দিন আইসিইউতে থাকার পর নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ড হাসপাতালে ২১ এপ্রিল রাত সাড়ে ৮টায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এবং সেক্রেটারি রুহুল আমিন সিদ্দিকী জানান, ২২ এপ্রিল বুধবার মারা গেছেন ঢাকার কেরাণীগঞ্জের সন্তান আইল্যান্ড সিটিতে বসবাসরত আহসান উল্লাহ কবীর (৫৫) এবং ফেনীর দাগণভূইয়ার সন্তান ব্রুকলীনের অধিবাসী হাজী শরিয়ত উল্লাহ (৭৫)। এ নিয়ে যুক্তরাষ্ট্রে ১৬৯ প্রবাসী বাংলাদেশির প্রাণ গেল করোনায়।