সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য চিকিৎসক পুল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রিয়াদ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
এতে উল্লেখ করা হয়, সৌদি আরবে করোনা ভাইরাসের প্রকোপ দিনে দিনে বাড়ছে। ইতোমধ্যেই সৌদিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৫ জন বাংলাদেশি।
এই ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে মোট ৬৫ জন মৃত্যুবরণ করেছেন। ভাইরাসে আক্রান্ত বাংলাদেশিদের জন্য এই চিকিৎসক পুল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদিতে অবস্থানরত বাংলাদেশি চিকিৎসকদের সহায়তা চেয়েছে দূতাবাস।
চিকিৎসক পুলে অংশ নেওয়ার জন্য দূতাবাসের হোয়াটসআপ নম্বরে (০৫৪২৪৬৪৬৪৮) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।