অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী লীগের স্পেন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন। আগামীকাল (১৮ নভেম্বর) সোমবার সম্মেলনকে ঘিরে আওয়ামী লীগ নেতা-কর্মীদের পাশাপাশি স্থানীয় প্রবাসীদের মাঝেও কৌতূহলের শেষ নেই।
দীর্ঘ ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে কারা হাল ধরছেন সংগঠনের- এ নিয়ে চলছে জল্পনা কল্পনা। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নাকি সমঝোতার মাধ্যমে নেতৃত্ব নির্ধারিত হবে- এ নিয়েও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা, গ্রুপিং, লবিং।
জানা যায়, গত ১০ জুলাই সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্পেনের মাদ্রিদে স্থানীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে ২৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। তিন মাসের মধ্যে সম্মেলন করার নির্দেশনাও দেয়া হয়।
নির্ধারিত সময়ের এক মাস পর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে আঁধারের মধ্যে রয়েছেন নেতাকর্মীরা। এরইমধ্যে গত ১১ নভেম্বর মাদ্রিদের স্থানীয় একটি রেস্তোরাঁয় স্পেন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের ব্যানারে আসন্ন সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্ধারণের দাবি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নির্দেশনা না মেনে একটি স্বার্থান্বেষী মহল কমিটি গঠনের পাঁয়তারা করছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির যুগ্ম আহবায়ক আব্দুল কাদের, মো. দুলাল সাফা, আব্দুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য আয়ূব আলী সোহাগ, তামিম চৌধুরী, মো. জাকির হোসেন, সায়েম সরকার, আওয়ামী লীগ নেতা মুক্তিযুদ্ধা আব্দুর রহমান, জসিম উদ্দিন মাস্টার, রফিক খান, রাসেল দেওয়ান, ইফতেখার আলম, আব্দুর রহমান, নূর মোহাম্মদ রিপন, আব্দুল কায়‚ম, মাহবুবুর রহমান বকুল, ওলিউর রহমান, মো. হাসান, জালাল হোসাইন, ওয়াহিদুজ্জামান, নজরুল ইসলাম প্রমূখ।
সম্মেলন প্রস্তুতি নিয়ে আওয়ামী লীগ স্পেন শাখার আহ্বায়ক এস আর আই এস রবিন বলেন, আওয়ামী লীগ স্পেন শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। এ সম্মেলন ঘিরে আওয়ামী লীগ স্পেন শাখার নেতা কর্মীরা উজ্জ্বীবিত।সদস্য সচিব রিজভী আলম বলেন, সম্মেলনে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। অপ্রীতিকর কোন কিছু ঘটার সুযোগ নেই।
আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান বলেন, আমরা চাই সফল একটি সম্মেলন হোক, যেখানে গণতান্ত্রিক পন্থায় কর্মীরাই নেতৃত্ব নির্ধারণ করবেন। আহ্বায়ক কমিটির সদস্য তামিম চৌধুরী বলেন, আমরা এখনো দ্বিধান্বিত কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে। কাউন্সিলরদের রায়ে যদি নেতৃত্ব আসে; তবে সে কাউন্সিলর কারা, সে সম্পর্কে আমরা কিছুই জানি না। সম্মেলনের পূর্বের দিন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতৃবৃন্দ আসবেন। তাদের সুষ্পষ্ট নির্দেশনার দিকে আমরা তাকিয়ে আছি।
এ প্রসঙ্গে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলামের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
সোমবারের সম্মেলনে সভাপতি পদে আহ্বায়ক কমিটির আহ্বায়ক এস আর আই এস রবিনের নাম আলোচিত হচ্ছে। প্রার্থী হিসেবে নিজের নাম সরাসরি না বললেও এস আর আই এস রবিন বলেন, ইউরোপিয়ান আওয়ামী লীগ ও স্পেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংগঠনের জন্য যাকে প্রয়োজন হিসেবে মনে করবেন, তিনিই সভাপতি হবেন।
এছাড়াও সভাপতি পদে আলোচিত হচ্ছে আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক দুলাল সাফা, সদস্য জাকির হোসেনের নাম। সাধারণ সম্পাদক পদে যাদের নাম আলোচিত হচ্ছে, তারা হলেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব রিজভী আলম, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান ও আহ্বায়ক কমিটির সদস্য তামিম চৌধুরী।
প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ স্পেন শাখার সর্বশেষ সম্মেলন। দীর্ঘ ৬ বছর পর আগামীকাল ১৮ নভেম্বর মাদ্রিদের হোটেল রাফায়েল এর হলরুমে নতুন সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান।
স্পেন আওয়ামী লীগের এ সম্মেলন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আরেকটি কারণে। আগামী ২ ডিসেম্বর থেকে মাদ্রিদে শুরু হচ্ছে জাতিসংঘের বৈশ্বিক জলবায়ু সম্মেলন। এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। ২০০৫ সালে শেখ হাসিনার স্পেন সফরের সময় স্পেন আওয়ামী লীগের গ্রুপিংয়ের কারণে বাতিল হয়েছিল দলের ব্যানারে সংবর্ধনা সভা। তবে এবার সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটি দলীয় ব্যানারে দলের সভানেত্রীকে সংবর্ধনা প্রদান করতে পারে বলে জানা গেছে।