সৌদিতে চলছে ধরপাকড় ৩ দিনে দেশে ফিরেছেন ৩৩২ বাংলাদেশি

সৌদি সরকারের চলমান ধরপাকড়ে গত তিন দিনে দেশে ফিরেছেন ৩৩২ বাংলাদেশি কর্মী। এছাড়াও গত তিন মাসে সৌদি আরব থেকে দেশে ফেরত এসেছেন সাড়ে ৯ হাজারেরও বেশি কর্মী।

সর্বশেষ শুক্রবার (পহেলা নভেম্বর) সৌদি থেকে দেশে ফিরেছেন ৭৫ জন বাংলাদেশি। এর আগে, গত বৃহস্পতিবার ১০৪ এবং বুধবার দেশে ফিরেন ১৫৩ জন বাংলাদেশি কর্মী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক এ তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২১ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। দেশটিতে সেপ্টেম্বর থেকে ধরপাকড়ের পরিমাণ অনেক বেড়েছে।

Scroll to Top