সৌদি আরবে হজ পালন করতে গিয়ে আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
২৩ আগস্ট বুধবার মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে এ তথ্য পাওয়া গেছে।
তারা হলেন- নারায়ণগঞ্জের মো.হারুন অর রশিদ ভূইয়া (৬৬), নাটোরের মো.মহসিন আলী প্রমানিক (৭১), জামালপুরের মো.দীনেস আলী প্রমানিক (৭৬) ও রংপুরের মো.আব্দুল রাজ্জাক (৫৭)।
মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নারায়ণগঞ্জ জেলার আরাইহাজারের আব্দুল ওহাব ভূইয়ার ছেলে মো.হারুন অর রশিদ ভূইয়া মদিনা আল মুনাওয়ারায় আল আনসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিএন ০৫৮৯৮৬৮। পিলগ্রিম নাম্বর- ১৩২১২১২।
বাংলাদেশ হজ মিশনের তথ্য মতে, ২২ আগস্ট স্থানীয় সময় মঙ্গলবার স্থানীয় সময় বিকালে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার নজিরপুর গ্রামের মো.মহসিন আলী প্রমানিক হার্ট অ্যাটাক করে মক্কা আল-মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিএন ০৩৯২১৫৮। পিলগ্রিম নম্বর- ০৭৮৫০৬৫।
২১ আগস্ট সোমবার সন্ধ্যায় জামালপুর সদর জেলার ঘোডাধাপ গ্রামের আব্বাস আলীর ছেলে মো.দীনেস আলী প্রমানিক হার্ট অ্যাটাক করে দার আল উলুম হোটেলে মদিনা আল মুনাওয়ারায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিজে ০৭৯৫০৮৬। পিলগ্রিম নম্বর-১০২৯০৬৮।
এছাড়া একই দিন বিকালে রংপুর সদর জেলার আজিজুললাহ গ্রামের মো.আব্দুল রাজ্জাক হার্ট অ্যাটাক করে মক্কা আল মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর-ওসি ০১৬০৭০২, পিলগ্রিম নম্বর- ৮০৭৯৯০১ বলে জানায় বাংলাদেশ হজ মিশন।
এ নিয়ে এ বছর বিভিন্ন সময়ে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর মোট সংখ্যা ২৩ জন দাঁড়ালো। এর মধ্যে মক্কায় ১৭ জন ও মদিনায় ৬ জন মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২৩ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে