প্রতিদিনের ন্যায় শ্রেণিকক্ষে পড়াচ্ছিলেন শিক্ষক। হঠাৎ পেছনের সিটে বসা দুই ছাত্রীর দিকে নজর পড়ে তার। কোমল পানীয়ের বোতলে ঘন ঘন চুমুক দিচ্ছিল তারা। তা দেখে সন্দেহ হয় শিক্ষকের। কাছে যেতেই ধরা পরে, ক্লাসে বসে মদ্যপান করছে তারা।
ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের নিদামানুরু গ্রামের একটি সরকারি স্কুলে। ইতিমধ্যেই বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয় ওই দুই ছাত্রীকে।
নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রেণিকক্ষে ওই দুই ছাত্রীর আচরণ স্বাভাবিক ছিল না। তাদের কাছে গিয়ে কথা বলার সময় তাদের মুখ থেকে মদের গন্ধ আসছিল বলে জানান শিক্ষক।
স্কুলের প্রধান শিক্ষক বাট্টু সুরেশ কুমার জানিয়েছেন, তাদের স্কুলে এই ধরনের ঘটনা এই প্রথমবারের মতো ঘটল। তিনি বলেছেন, ‘অভিযুক্ত ওই ছাত্রীরা জানিয়েছে তাদের বাবারা মদে আসক্ত। বাড়িতে নিয়মিত মদ খান তারা। বাবাদের বোতলে পড়ে থাকা মদ খেয়েই তাদের মদ খাওয়ার অভ্যাস হয়েছে।’
পুরো ঘটনা জানার পর তাদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়। এর পর ওই স্কুল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।