নতুন মৌসুমে নিজ নিজ ক্লাবের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি, নেইমার, পাওলো দিবালা, রাদামেল ফ্যালকাও, আলভারো মোরাতা. রোমেলু লুকাকু। মাঠে নেমেই গোলের বান ফোটাচ্ছেন। উড়তে থাকা এই খেলোয়াড়দের আজ একটা ফ্রেমে নিয়ে বেঁধে ফেলতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ।
নিজ নিজ ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে এরা প্রত্যেকেই রাতে মাঠে নামবেন এক যুগে। তার আগে একটা প্রশ্নই ঘুরেফিরছে, ফর্মের তুঙ্গে থাকা এই খেলোয়াড়দের মধ্যে কে কাকে ছাপিয়ে নায়ক বনে যাবেন আজ?
সামর্থ তো আছেই, প্রতিপক্ষ বিবেচনাতেও ৫ বারের ফিফা বর্ষসেরা লিওনেল মেসিরই নায়ক বনে যাওয়ার সুযোগ থাকছে বেশী! মেসির বার্সেলোনা যে আজ রাতে মুখোমুখি হবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিআরের। আজ বুধবার রাতে সবচেয়ে কঠিন বাঁধার মুখে নেইমারের পিএসজি। ফরাসি ক্লাবটি নিজেদের মাঠে মুখোমুখি হবে বিশ্বের অন্যতম সেরা দল বায়ার্ন মিউনিখের।
মেসির স্বদেশী দিবালারও বড় সুযোগ বাকিদের ছাপিয়ে নায়ক বনে যাওয়ার। দিবালার জুভেন্টাস নিজেদের মাঠেই খেলতে গ্রিস ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে। নেইমারের মতো আলভারো মোরাতার দল চেলসিও কঠিন বাঁধার মুখে। চেলসি আজ খেলতে যেতে হচ্ছে সর্বশেষ ৪ আসরের মধ্যে দুবারই ফাইনালে খেলা অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠে।
রোমেলু লুকাকুর ম্যানচেস্টার ইউনাইটেড ডাচ্ছে সিএসকেএ মস্কোর মাঠে। রাশিয়ান এই ক্লাবটি এমনিতে শক্তি-সামর্থে হয়তো ইউনাইটেডের সমকক্ষ নয়। তবে নিজেদের মাঠে সিএসকেএ মস্কো বরাবরই ভয়ঙ্কর প্রতিপক্ষ। অতি ঠাণ্ডার কারণে রাশিয়ায় গিয়ে প্রায় প্রতিটা দলকেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।
নতুন মৌসুমে এরই মধ্যে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে ১২ গোল করে ফেলেছেন মেসি। সমান ১২ গোল করেছেন তার স্বদেশী দিবালাও। এক অর্থে মেসির চেয়েও দিবালা এগিয়ে। কারণ ২৩ বছর বয়সী এই আর্জেন্টাইন ১২ গোল করেছেন ৮ ম্যাচে। মোনাকোর হয়ে রাদামেল ফ্যালকাও ৯ ম্যাচে করেছেন ১১ গোল। ম্যানচেস্টার ইউনাইটেডের বেলজিয়ান ফরোয়ার্ড লুকাকু ৮ ম্যাচে করেছেন ৮ গোল। এদের তুলনায় মোরাতা ও নেইমার একটু পিছিয়ে! চেলসির স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা ৭ ম্যাচে করেছেন ৬ গোল। পিএসজির হয়ে নেইমারের ৬ ম্যাচে গোল ৫টি।
তবে এই মৌসুমেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দেওয়া মোরাতা লিগে নিজেদের সর্বশেষ ম্যাচটাতে করেছেন হ্যাটট্রিক। নেইমার হালকা চোটের কারণে পিএসজির হয়ে সর্বশেষ ম্যাচটা খেলতে পারেননি। তবে গত ১৩ সেপ্টেম্বর চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে ঠিকই গোল করেছিলেন ব্রাজিলিয়ান তারকা। নিজে গোল করছেন, ব্রাজিলিয়ান তারকা গোল করাচ্ছেন সতীর্থদের দিয়েও।
নেইমারের উপর আজ ফুটবলপ্রেমীদের বিশেষ দৃষ্টি থাকতে অন্য একটা কারণেও। চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাকে পাখির চোখ করেই বিশাল অঙ্কের টাকা ঢেলে নেইমার-এমবাপেদের দলে ভিড়িয়েছে পিএসজি। তাদের এনে সত্যিকার অর্থেই পিএসজি কতটা শক্তিশালী হয়েছে, তার একটা পরীক্ষাই হয়ে যাবে আজ রাতে বায়ার্নে বিপক্ষে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ