মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা এখন সমাগত। মা-বাবা, ভাই-বোন, ছেলে-মেয়েসহ আপনজনদের সাথে ঈদ করতে ইতোমধ্যেই রাজধানীর অধিকাংশ মানুষ ফিরছেন নিজ নিজ এলাকায়। সাধারণ মানুষের ন্যায় বেশিরভাগ মন্ত্রীই এবার নিজ এলাকাতেই ঈদ উদযাপন করবেন। নিচে কয়েকজন মন্ত্রীর ঈদ উদযাপনের তথ্য দেয়া হল:
অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেটে নিজ এলাকাতে ঈদ উদযাপন করবেন। মন্ত্রীর সহকারী একান্ত সচিব তানভীর বাশার বলেন, ‘মন্ত্রী মহোদয় আজ সিলেট যাচ্ছেন। সেখানেই তিনি ঈদ উদযাপন করবেন।’
শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু তার নির্বাচনী এলাকা ঝালকাঠীতে ঈদ উদযাপন করবেন। মন্ত্রীর একান্ত সচিব এ কে এম শামসুল আরেফীন এ তথ্য জানান।
এলজিআরডি মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন ফরিদপুরে নিজ এলাকায় ঈদ উদযাপন করবেন। মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইব্রাহীম বলেন, ‘মন্ত্রী মহোদয় ফরিদপুরে গ্রামের বাড়িতে ঈদ করবেন।’
বাণিজ্যমন্ত্রী
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ভোলায় তার নির্বাচনী এলাকায় ঈদ উদযাপন করবেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার এবং জনসংযোগ কর্মকর্তা আব্দুল লতিফ বকসী বলেন, ‘অন্ত্রী ময়োদয় এবার ভোলায় তার নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। আগামীকাল বিকেলে তিনি ভোলায় যাবেন।’
পরিকল্পনা মন্ত্রী
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামালের বিদেশে ঈদ করার কথা থাকলেও আজ দেশে ফিরছেন তিনি। মন্ত্রীর একান্ত সচিব ফরিদ আজিজ বলেন, ‘মন্ত্রী সিংগাপুরে আছেন। ঈদের পরে দেশে আসার কথা ছিল। তবে আজকেই সিংগাপুর থেকে চলে আসছেন।’
স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল হজ করতে সৌদি আরব রয়েছেন। মন্ত্রীর সহকারী একান্ত সচিব মোঃ সোহেল মিয়া বলেন, ‘উনি হজ করতে সৌদি আরবে গেছেন। সেখানেই ঈদ উদযাপন করবেন।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে ঈদ উদযাপন করবেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোঃ আবু নাসের বলেন, ‘তিনি গ্রামের বাড়ি কোম্পানিগঞ্জে ঈদ করবেন। ঈদের নামাজ পড়ে বিকেলে ঢাকায় ফিরবেন।’
তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল ইনু নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়া জেলার ভেড়ামারায় ঈদ উদযাপন করবেন। তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দিন এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ঈদ করবেন ঢাকায়। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান বলেন, ‘ শিক্ষামন্ত্রী ঈদ ঢাকাতেই করবেন। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়বেন। ঈদের পরপরই তিনি যাবেন নিজ এলাকায়।’
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ঈদ উদযাপন করবেন নিজ এলাকা দিনাজপুরে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় বলেন, ‘মন্ত্রী উনার এলাকা দিনাজপুরের ফুলবাড়িতে ঈদ করবেন।’
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ঈদ করবেন চট্টগ্রামে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ‘উনি গতকালকেই চলে গেছেন চট্টগ্রামে। চট্টগ্রামের চান্দগাঁওয়ে ঈদ করবেন।’
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি