রৌমারীতে গাঁজা ও ফেন্সিডিলসহ আটক ২

কুড়িগ্রামের রৌমারীতে গাঁজা ও ফেন্সিডিল ব্যবসায়ীসহ ২ জনকে আটক করে থানাপুলিশ। মঙ্গলবার ভোর ৪ টার দিকে ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- উপজেলার বেহুলার চর গ্রামের আব্দুল বারির পুত্র নজরুল হক (৩৫), নতুন বন্দর গ্রামের চিতা আলীর পুত্র আব্দুস সালাম (৪৫)।

রৌমারী থানার উপ-পরিদর্শক (এস আই) ফারুক হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কর্তিমারী সুইচগেট এলাকা থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করা হয়।

পরে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top