রংপুরে এক সঙ্গে দুই স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হুমায়ুন কবির এই আদেশ দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিল।
আদালত সূত্রে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার রূপসি গাছুয়াপাড়া এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে ইলিয়াস আলীর দুই স্ত্রী ছিল। এ নিয়ে প্রায়ই তাদের পারিবারিক কলহ দেখা দিত। ঘটনার দিন ২০১৪ সালের ১০ জুলাই কলহের জেরে প্রথম স্ত্রী মোমেনা বেগমকে (৪৮) কুড়াল দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে ইলিয়াস আলী। মোমেনাকে বাঁচাতে দ্বিতীয় স্ত্রী মকছুদা বেগম এগিয়ে এলে তাকেও কুড়াল দিয়ে এলোপাথাড়ি আঘাত করা হয় ।
এতে ঘটনাস্থলেই মোমেনা ও মকছুদা মারা যায়। এলাকাবাসী ইলিয়াস আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মিঠাপুকুর থানার এসআই জাহাঙ্গির আলম বাদী হয়ে ইলিয়াস আলীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে এসআই নজরুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
সরকার পক্ষের আইনজীবী ছিলেন পিপি আব্দুল মালেক এবং আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আমজাদ হোসেন।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ২২ আগস্ট, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে