পাঁচ ঘণ্টা পর খোঁজ মিলেছে নেপালের নিখোঁজ সেই বিমানের

দীর্ঘ পাঁচ ঘণ্টা পর খোঁজ মিলেছে নেপালের নিখোঁজ সেই বিমানের। একটি নদীর কাছে বিমানটি বিধ্বস্ত হয়। নেপালের সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে ।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ন সিলওয়াল এএনআইকে জানিয়েছেন, তারা এয়ারের নিখোঁজ বিমানটি লামছে নদীর মোহনায় বিধ্বস্ত হয়। এটি মানপতি হিমালে ভূমিধসের কবলে পড়েছে। নেপাল সেনাবাহিনী স্থল ও আকাশপথ দিয়ে ঘটনাস্থলের দিকে অগ্রসর হচ্ছে। ধারণা করা হচ্ছে বিমানটিতে কোন যাত্রী বেঁচে নেই।

তারা এয়ারের ওই উড়োজাহাজটি পোখারা থেকে জমসমের উদ্দেশে যাত্রা করেছিল। ৯এন-এইটি বিমানটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে ৪ ভারতীয় ছাড়াও ৪ জন জাপানি নাগরিক ছিলেন বাকিরা নেপালি। স্থানীয় সময় রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে পোখারা থেকে উড়োজাহাজটির সঙ্গে সব সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সংবাদ সূত্রঃ এএনআই