মুমিনুল-লিটনের বিদায়ে বিপর্যয়ে বাংলাদেশ

৪ বলের ব্যবধানে বাংলাদেশের নেই ২ উইকেট। অধিনায়ক মুমিনুল হকের ৪৯ রানে বিদায়ের পর ফিরে গেছেন লিটন দাসও। তাদের আউটে ক্যান্ডি টেস্টে চাপে বাংলাদেশ।

এমনিতেই চাপ তৈরি হয়েছিল মুশফিকুর রহিমের বিদায়ে। সেখানে চা বিরতির পর দ্রুত ২ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। শ্রীলঙ্কার দুই স্পিনার প্রবীণ জয়াবিক্রমা ও রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে পথ হারিয়েছে সফরকারীরা। প্রথম আঘাতটা মেন্ডিসের। ডানহাতি স্পিনারের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন মুমিনুল। ইয়র্কার লেন্থের বল সরাসরি আঘাত করে বাংলাদেশ অধিনায়কের পায়ে। আম্পায়ার আউটের সংকেত দিলে ৪৯ রানে শেষ হয় মুমিনুলের ইনিংস। ১০৪ বলের ইনিংসটি তিনি সাজান ৭ বাউন্ডারিতে।

ওই ধাক্কা কাটিয়ে উঠবে কী, উল্টো বিপদ বাড়ে লিটনের বিদায়ে। জয়াবিক্রমার বাঁক নেওয়া বল তার ব্যাটে লেগে জমা পড়ে স্লিপে দাঁড়ানো লাহিরু থিরিমানের হাতে। তাতে শেষ হয় লিটনের ৮ রানের ইনিংস।

তার বিদায়ের পর ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ। ৭৬ ওভারে সফরকারীদের স্কোর ছিল ৭ উইকেটে ২৪১ রান।