গাইবান্ধায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার

গাইবান্ধায় ঝর্ণা বেগম (৪৪) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ডেভিড কোংপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। ঝর্ণা ডেভিড কোংপাড়ার টপি মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, সকালে ঝর্ণা ও তার বৃদ্ধা শাশুড়ি বাড়িতে ছিলেন। ঝর্ণার ঘরের দরজা দীর্ঘ সময় বন্ধ থাকায় প্রতিবেশিরা তাকে ডাকাডাকি করেন। কিন্তু ঘরের ভেতর থেকে কোনো শব্দ না আসায় প্রতিবেশিরা তার স্বামী টপিকে খবর দেন। পরে টপি এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঝর্ণার রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক রোগে ভোগার কারণে ঝর্ণা আত্মহত্যা করতে পারেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে নিহতের স্বামী টপির দাবি, তার স্ত্রী ঝর্ণা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে তিনি নিজেই বটি দিয়ে গলাকেটে আত্মহত্যা করতে পারেন। লাশের পাশে একটি বটি ছিল বলেও জানান তিনি।

বাংলাদেশ সময় : ১৪৫০ ঘণ্টা, ১৮ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top