মুক্তি পাচ্ছে মৌসুমীর অনিশ্চয়তায় থাকা সিনেমা ‘হাডসনের বন্দুক’

জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদের ক্যারিয়ারের দ্বিতীয় ছবি ‘হাডসনের বন্দুক’। ২০১০-১১ অর্থবছরে সরকারি অনুদানের ছবিটি নানা জটিলতায় এখনো মুক্তি পায়নি। সৈয়দ শামসুল হকের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন প্রশান্ত অধিকারী। সম্প্রতি ছবিটি মুক্তি ব্যাপারে তোরজোড় শুরু করেছেন পরিচালক। করোনাভাইরাসের পরিস্থিতি স্বাভাবিক হলেই ছবিটি মুক্তি দিতে চান প্রশান্ত অধিকারী।

জানা যায়, সিপাহী বিপ্লবের সময় ঐতিহাসিক একটি বন্দুক হারিয়ে যায়। একজন শৌখিন গোয়েন্দা সেই বন্দুক উদ্ধার করতে চায়। রহস্যজনক ঘটনা নিয়েই এর গল্প।

এদিকে, অনেকটাই চুপিসারে সরকারি অনুদানের একটি ছবির শুটিং শুরু করেছেন মৌসুমী। হৃদি হকের সরকারি অনুদানের ছবি ‘১৯৭১ সেই সব দিন’- এ কাজ করেছেন এই অভিনেত্রী। মাস চারেক আগে শুটিং শুরু করলেও পরিচালকের নিষেধাজ্ঞার কারণে কাউকে জানাননি। নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় এই অভিনেত্রী জানান, বেশির ভাগ শুটিংই শেষ। অল্প কিছু কাজ বাকি আছে। শিগগিরই শেষ হবে।