টেকনাফে ৬৫ বোতল ফেন্সিডিলসহ নারী আটক

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত শহর কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটক নারী হলেন টেকনাফ সদর ইউনিয়নের শীলবুনিয়া পাড়া এলাকার মোঃ মুজিবের স্ত্রী ফাতেমা (২৫)। গতকাল শনিবার (১৩ মার্চ) দিবাগত রাতে ফেন্সিডিলসহ ফাতেমাকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি চৌকস টিম মাদক রিরোধী অভিযান পরিচালনা করে ৬৫ বোতল ফেন্সিডিলসহ ঐ নারীকে আটক করতে সক্ষম হয়। আটক নারীর হেফাজতে থাকা অবস্থায় ৬৫ বোতল ফেনসিডিল তার নিজ বাড়িতে উপস্থিত স্থানীয় জনগণ ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত থেকে মাদক ফেন্সিডিল চোরাইপথে এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। জব্দকৃত মাদকসহ ওই নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আজ রবিবার কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে।