বাংলাদেশ থেকে শাড়ি নিচ্ছেন আয়ারল্যান্ডে বাংলাদেশি নারীরা

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আয়ারল্যান্ডে গত এক বছরের বেশি সময় কেটেছে লকডাউনেই। আর এ সময়টায় কাপড়ের দোকানগুলো বন্ধ থাকায় বাড়ছে অনলাইন কেনাকাটা। এদিকে, বাংলাদেশি নারীরা বাঙালি পণ্য দেশ থেকে নিয়ে আসছেন প্রতিনিয়ত। যার চাহিদা ব্যাপক।

দেশটিতে এমনও সময় গেছে, যখন ইচ্ছে থাকার পরও কেবল খরচ বেশি হওয়ায় বাংলাদেশ থেকে অনেকেই দেশীয় পোশাক পার্সেল করে নিয়ে আসতে চাইতেন না। তবে গত কয়েক বছরে এ জায়গায় এসেছে ব্যাপক পরিবর্তন। ব্যবসা নয় বরং শখের বশেই অনেক নারী দেশীয় পণ্য সুলভ মূল্যে পৌঁছে দিচ্ছেন অন্য প্রবাসী বাংলাদেশিদের কাছে। যেহেতু আয়ারল্যান্ডের কোনো দোকানে দেশীয় শাড়ি পাওয়া যায় না, তাই কেউ কেউ জামদানি, বেনারসি, কাতান নিয়ে এসেও অনেকের ইচ্ছে পূরণ করছেন। এতে বাংলাদেশি এক নারী জানান, আগে শাড়ি পেতাম না। এখন পাচ্ছি খুবই ভালো লাগছে।

যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় পোশাক হাতের নাগালে পেয়ে খুশি প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী আরেক বাংলাদেশি জানান, আমরা সাধারণত বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানে দেশি ঐতিহ্যধারী পোশাকগুলো পরে থাকি। আগে এখানে এগুলো পাওয়া যেত না। এখন দেশে কুরিয়ারের মাধ্যেম পেয়ে থাকি।

জানা যায়, অনেক দিন পর করোনায় কোনো মৃত্যু ছাড়াই একটি দিন পার করলো আয়ারল্যান্ড। এতে নারী দিবসে ছিল স্বস্তি।