উলিপুরে তিন মাদক ব্যবসায়ী আটক

কুড়িগ্রামের উলিপুরে অভিযান চালিয়ে ৩১০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, গতকাল শুক্রবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার আল মাহমুদ হাসান নেতৃত্বে উলিপুর থানা পুলিশের একটি দল উলিপুর পৌরসভার বাকরের হাট উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখান থেকে পান্ডুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আকতারুল করিম হারুনের ছেলে মাদক ব্যবসায়ী সজীব খন্দকারের (৩৫) কাছ থেকে ১১০ পিস, একাধিক মাদক মামলার আসামি নারিকেলবাড়ী বেপারীপাড়া এলাকার সুলতান আলীর ছেলে শাহাবুল মিয়ার (৩৫) কাছ থেকে ৯৫ পিস ও রাজারহাট উপজেলার নাজিম খাঁন ইউনিয়নের সোম নারায়ণ গ্রামের রুহুল আমিনের ছেলে শামসুদ্দোহা কাজলের (৩৪) কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর আজ শনিবার তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

উলিপুর থানার ওসি এস.কে আব্দুল্লাহ্ আল সাইদ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা সবাই মাদক ব্যবসায়ী বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/নীল