বরিশালে যুবলীগ নেতার লাশ উদ্ধার

বরিশালের বাকেরগঞ্জের বিষখালী নদীতে পড়ে নিখোঁজ বরিশাল জেলা যুবলীগ নেতার লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে নদীতে নিখোঁজ হওয়ার পর আজ মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মজিবর রহমান মৃধা (৪৫) বাকেরগঞ্জের বিষখালী তীরবর্তী নেয়ামতি গ্রামের দলিল উদ্দিন মৃধার ছেলে এবং বরিশাল জেলা যুবলীগ সদস্য।

নেয়ামতি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আনোয়ার হোসেন জানান, গত সোমবার দুপুরে কয়েক জন জেলের সঙ্গে মজিবর রহমান বিষখালী নদীতে ইলিশ নিধনে যান।এ সময় মজিবর নদীতে পড়ে নিখোঁজ হন। স্বজনদের উদ্যোগে খোঁজাখুঁজি করে মঙ্গলবার সকাল ৯টায় রাজাপুর, বাকেরগঞ্জ ও নলছিটি উপজেলার মোহনা সংলগ্ন বিষখালী নদী থেকে মজিবরের লাশ উদ্ধার করা হয়।