\’বন্দুকযুদ্ধকালে নদীতে ডুবে\’ মৃত্যু

রাজশাহীতে পুলিশের সঙ্গে \’বন্দুকযুদ্ধের সময় পদ্মায় ‌ডুবে\’ এক মাদকবিক্রেতার মৃত্যু হয়েছে। মহানগরের কাশিয়াডাঙ্গা থানার পদ্মার পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ওই মাদকবিক্রেতার নাম মো. আমিন (৩৫)। তিনি মহানগরের উপকণ্ঠ হাড়ুপুর এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে ছয়টি মামলা আছে। এর মধ্যে পাঁচটিই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের।

কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, পদ্মা নদীর পাঁচ নম্বর আই-বাঁধ এলাকায় রাতে মাদকবিরোধী অভিযানে যায় পুলিশের একটি দল। এ সময় মাদকবিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এক পর্যায়ে মাদকবিক্রেতারা পিছু হটে। পরে পুলিশ নদীর কিনারায় পানির মধ্যে আমিনের নিথর দেহ পড়ে থাকতে দেখে।

ওসি আরো জানান, আমিনের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে গুলিবিনিময়ের সময় পদ্মা নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ৭৯ বোতল ফেনসিডিল, দেশীয় একটি শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

Scroll to Top