উপজেলা পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মন্ত্রী-এমপির নামের তালিকা চেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বিভাগীয় সাংগঠনিক সম্পাদকেরা তালিকা জমা দিলে দলের কার্যনির্বাহী কমিটি এ বিষয়ে ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
রোববার (৩১ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলির বৈঠক শেষে হানিফ এ তথ্য জানান।
হানিফ বলেন, ‘আগামী ৫ এপ্রিল দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দলের বিদ্রোহী এবং বিদ্রোহীদের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হবে।’
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের বৈঠকে দলের আগামী সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া মুজিববর্ষ উদযাপনে গঠিত দলের আটটি টিমের খসড়া করা হয়েছে। এই সংসদের বৈঠকে সেগুলোর অনুমোদন পাওয়ার পর, প্রস্তুতির কার্যক্রম শুরু করা হবে।’
আওয়ামী লীগের কাউন্সিল অক্টোবরে অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘এ জন্য আটটি বিভাগে আটটি কমিটির খসড়া টিম করা হয়েছে। ৫ এপ্রিল কার্যনির্বাহী কমিটির সভায় টিমগুলো যাচাই-বাছাই, সংযোজন-বিয়োজনের পর চূড়ান্ত করা হবে।’
এফআর টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থতা সম্পর্কে বিএনপির করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যাচার দাবি করে হানিফ বলেন, ‘সরকার গত ১০ বছরে ফায়ার সার্ভিসের দ্বিগুণ উন্নতি করেছে, ক্ষেত্রবিশেষে তিনগুণ। এই অগ্নিকাণ্ডের পর আমাদের উদ্ধারকর্মীরা দক্ষভাবে উদ্ধার কাজ পরিচালনা করেছেন। গোটা জাতি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ফায়ার সার্ভিসের জন্য নতুন অনেক সরঞ্জাম কেনা হয়েছে। এরইমধ্যে ১৯৮টি ফায়ার সার্ভিস প্রকল্প চালু করা হয়েছে। যারা এই সরকারের আমলে ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করা হয়নি বলে মিথ্যাচার করছে, তাদের বিষয়ে আমার কিছু বলার নেই।’
ড. কামালের পুনরায় নির্বাচনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘পাঁচবছর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন নির্বাচন কমিশন নির্বাচন দেবে। তিনি তাতে অংশ নেবেন বলে আশা করি। গত নির্বাচনে ড. কামালের নির্বাচনে অংশ নেওয়ায় তাদের জনবিচ্ছিন্নতাই প্রমাণিত হয়েছে। জাতির কাছে তাদের দাবির কোনো গ্রহণযোগ্যতা নেই।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, ডিএম মোজাম্মেল, খালিদ মাহমুদ চৌধুরী, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি সম্পাদক ফরিদুর নাহার লাইলি, স্বাস্থ্য সম্পাদক রোকেয়া সুলতানা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মি আহম্মেদ, উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, এসএম কামাল হোসেন, রিয়াজুল কবির কাওসার, আনোয়ার হোসেন প্রমুখ।