রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় চীন ও রাশিয়া মিয়ানমারকে সমর্থন করে তারা নিজেদের আসল চেহারা দেখিয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আপনারা একদিকে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিবেন আবার নির্যাতনেও সমর্থন করবেন এটা হতে পারে না। শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে ওবায়দুল কাদের এ কথা বলেন।
চীন ও রাশিয়ার সমালোচনা করে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে আমরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনা সম্পর্কে জানতে পেরেছি চীন ও রাশিয়া মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা দেখেছি চীন এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে, আবার নিরাপত্তা পরিষদে তাদের নির্যাতনকেও সমর্থন দিচ্ছে!
‘আমরা বিশ্বে অন্যতম বৃহৎ এ দুই শক্তিকে দ্বিচারিতার অবস্থান থেকে সরে আসার আহ্বান জানাবো। নিরাপত্তা পরিষদে রাশিয়া এবং চীনের বক্তব্য দেশ দুটির শেষ অবস্থান হবে না বলে আমি আশা করি। চীন ও রাশিয়া এই মানবিক সংকটে মানবতা, সত্য, ন্যায় ও যৌক্তিকতার পক্ষে অবস্থান নেবে। তাদের কাছে আমরা দ্বিচারিতা আমরা আশা করি না।’
এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, গতকাল পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এটা আমাদের জন্য একটা বিশাল ভার।
তিনি বলেন, তবে এখন পর্যন্ত সরকারকে ত্রাণ নিয়ে কোন সংকটে পড়তে হয়নি। প্রতিবেশী দেশ ভারত ৭০০ টন ত্রাণ পাঠিয়েছে। দেশের ভেতর থেকেও প্রচুর ত্রাণ আসছে। ত্রাণের কোন অভাব নেই। তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার দিকে নজর দিতে হবে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি