গ্যাসের দাম বাড়লে আন্দোলনে নামবে বিএনপি- এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার, রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ কথা জানান তিনি।
মুক্তিযুদ্ধের মূল চেতনাই গণতন্ত্র কিন্তু ২৬শে মার্চ উদযাপনের মুহুর্তে দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার হারিয়েছে বলেও উল্লেখ করেন বিএনপি মহাসচিব ।
মির্জা ফখরুল বলেন, \’গ্যাসের দাম বাড়ানোটাকে আমরা কখনই মেনে নেব না। এদেশের মানুষ কখনই মেনে নেবে না। আমরা এর বিরুদ্ধে আমাদের যতটুকু প্রতিবাদ করা সম্ভব, আমরা প্রতিবাদ করবো। মুক্তিযুদ্ধের মূল চেতনাই ছিল গণতন্ত্র। আমরা ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন করতে চলেছি; যেখানে দেশের মানুষ তার সমস্ত গণতান্ত্রিক অধিকার হারিয়ে ফেলেছে।\’
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।