দক্ষিণ কোরিয়া গিয়েছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন। সোমবার মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু মানবজমিনকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আইন বিষয়ের উপর একটি সেমিনারে অংশ নিতে ড. কামাল হোসেন দক্ষিণ কোরিয়া গিয়েছেন। সোমবার রাতে ব্যাংকক গিয়েছেন। সেখান থেকে তিনি দক্ষিণ কোরিয়া যাবেন। আগামী ১৬ই মার্চ তিনি দেশে ফিরতে পারেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি ড. কামাল হোসেনের দ্বিতীয় বিদেশ সফর।
এর আগে তিনি চিকিৎসার উদ্দেশে গত ১৯শে জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যান। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তিনি ২৯শে জানুয়ারি দুপুর ১২টায় থাই এয়ারের একটি ফ্লাইটে দেশে ফেরেন। ওই সফরে স্ত্রী হামিদা হোসেন তার সঙ্গে ছিলেন। এর আগে গত বছরের ২৭শে সেপ্টেম্বর ড. কামাল হোসেন সিঙ্গাপুরে গিয়েছিলেন চিকিৎসার জন্য।