আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। ডা. ফিলিপ কো সিয়াম সুনের অধীনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটার দিকে ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছায়।
এ সময়, হাসপাতাল চত্বরে জড়ো হন শুভাকাঙ্ক্ষীরা। তারা ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নেন। ওবায়দুল কাদেরকে দেখতে রাতেই হাসপাতালে যান জাতীয় পার্টির নেতা সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদসহ সিঙ্গাপুর আওয়ামী লীগের নেতারা। এছাড়াও আহসান গ্রুপের চেয়ারম্যান ও ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসানও তার খোঁজ খবর নিতে হাসপাতালে যান।
এ সময়, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।
এর আগে, যত দ্রুত সম্ভব অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বিদেশে পাঠানোর পরামর্শ দেন, ভারতের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবী শেঠি। তার পরামর্শ অনুযায়ী, কাদেরকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি শুরু করেন চিকিৎসকরা। দুপুরে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া।
সোমবার বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায় পৌঁছেন ডা. দেবী শেঠি। বেলা দেড়টায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ওবায়দুল কাদেরের শারীরিক পরীক্ষার সব রিপোর্ট দেখেন তিনি। ওই সময় আওয়ামী লীগ নেতার শরীর স্থিতিশীল আছে এবং তার অবস্থা উন্নতির দিকে বলেও জানান, ভারতের এই হৃদরোগ বিশেষজ্ঞ। দেবী শেঠি ওবায়দুল কাদেরের রিপোর্ট দেখে বলেন, তাকে বাংলাদেশে যে চিকিৎসা দেয়া হয়েছে, তা উন্নত বিশ্বের চেয়ে কম নয়।\’
এর আগে, রবিবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পরেন। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বিএসএমএমইউ-এর কার্ডিয়াক বিভাগে ভর্তি করা হয়।
এদিকে, সেতুমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে রবিবার রাত থেকেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষমান ছিল এয়ার অ্যাম্বুলেন্সটি। পরে সে এয়ার অ্যাম্বুলেন্সে করেই মাউন্ট এলিজাবেথে পৌঁছান ওবায়দুল কাদের। অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী এবং ডা. আবু নাসের রিজভী।