সিঙ্গাপুর নেওয়া হচ্ছে ওবায়দুল কাদেরকে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিকালে সিঙ্গাপুরে নেওয়া হবে।

সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে মন্ত্রীর ভাতিজা তমাল জানান, উন্নত চিকিৎসার জন্য বিকালে তাকে সিঙ্গাপুরে নেওয়া হবে। তবে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে সবকিছু।

এর আগে, গুরুতর অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয় ওবায়দুল কাদেরকে। ব্লক ধরা পড়ায় হার্টে একটি রিং পরানো হয়েছে তাকে।

মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ফজরের নামাজ শেষে হঠাৎ করেই শ্বাসপ্রশ্বাসে সমস্যা হচ্ছিল তার। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর চেকআপ করেন। পরামর্শ দেন দ্রুত এনজিওগ্রাম করার।

বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের সুস্থতার জন্য দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Scroll to Top