জামায়াত থেকে ব্যারিস্টার রাজ্জাকের পদত্যাগ

দল বিলুপ্ত এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জাতির কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়ে জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী কাউসার হামিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের এসেক্সের বারকিং থেকে জামায়াতের আমীর মকবুল আহমদকে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

পদত্যাগের পেছনে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দুটি কারণ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ৭১-এ দলের ভূমিকা নিয়ে খোলামেলা আলোচনা হওয়া উচিত এবং ওই সময়ে জামায়াতের ভূমিকা ও পাকিস্তান সমর্থনের কারণ উল্লেখ করে জাতীর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া উচিত। কিন্তু তার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আর একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে ও অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে দলটি নিজেদের সংস্কার করতে পারেনি।

জামায়াতকে বিলুপ্ত করে দেয়ারও প্রস্তাব করেছিলেন দলীয় ফোরামে। কিন্তু জামায়াত সেটি করেনি বরে ব্যারিস্টার রাজ্জাক পদত্যাগপত্রে উল্লেখ করেছেন।

Scroll to Top