দলের জন্য যারা কাজ করেছেন, ত্যাগী ও রাজপথে ছিলেন- সংরক্ষিত নারী আসনের জন্য তাদের বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বুধবার ফরম বিক্রির দ্বিতীয় দিনে ধানমন্ডিতে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এদিকে, দ্বিতীয় দিনের মতো সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। আজ দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সকাল ১০টায় শুরু হয় এ কার্যক্রম।
এর আগে গতকাল মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিনে প্রথম দিনে ৬শ\’ মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। মনোনয়ন ফরম কিনতে আসা প্রার্থীরা দলের সমর্থনের ব্যাপারে আশাবাদী হলেও, শেষ পর্যন্ত দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে জানান তারা।
একাদশ সংসদ নির্বাচনে ২৫৭ আসনে জয় পেয়েছে আওয়ামী লীগ। আইন অনুযায়ী সংসদের ৩০০ আসনের মধ্যে সংরক্ষিত ৫০ আসনের ৪৩টিই পাচ্ছে ক্ষমতাসীন দলটি। ১৮ জানুয়ারি পর্যন্ত মনোনয় ফরম বিক্রি ও জমা নেয়া হবে।
এবার প্রতিটি ফরমের দাম নেয়া হচ্ছে ৩০ হাজার টাকা। ১৭ই ফেব্রুয়ারি নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন।
লেটেস্টবিডিনিউজ.কম/বিএনকে