কোনো শর্ত ছিল না যে মন্ত্রী করতে হবে : কাদের

নবগঠিত মন্ত্রিসভায় নেই ১৪ দলীয় জোটের কোনো নেতা। এই বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জোটের কোনো শর্ত ছিল না যে তাদের কাউকে মন্ত্রী করতে হবে। তিনি আরো বলেন, জোটের মধ্যে কোনো টানাপোড়েন নেই। মন্ত্রিসভা রিসাফল হবে, রদবদল হবে। জোট করার অর্থ এই নয় যে, আমরা শর্ত দিয়েছি- মন্ত্রী করতেই হবে।

টানা তৃতীয় মেয়াদে সরকার গঠন করে মন্ত্রিসভার নতুন সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নতুন মন্ত্রীরা। 

শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন। আরো তিনি বলেন, ১৪ দল আমাদের দুঃসময়ের শরিক।

লেটেস্টবিডিনিউজ.কম/পিএস  

Scroll to Top