এখন পর্যন্ত জাতীয় পার্টি মহাজোটের সঙ্গেই আছে বলে জানিয়েছেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের।
এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে নির্বাচিত জনপ্রতিনিধিরা সরকারি দলে থাকবেন, না বিরোধী দলে যাবেন, না কি উভয় দলে থাকবেন মহাজোটের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি; জানান দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।
তিনি বলেন, \’জাতীয় পার্টি আগামীকাল সংসদে শপথ গ্রহণ করবে। আগামীকাল সিদ্ধান্ত হবে জাতীয় পার্টি কোন পক্ষে থাকবে। মহাজোটের সাথে বসে সেই সিদ্ধান্ত হবে। পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে জাতীয় পার্টি সরকারি দলে থাকবে নাকি বিরোধী দলে থাকবে।\’
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে অংশ নিয়ে ২২টি আসন পেয়েছে জাতীয় পার্টি। ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা আওয়ামী লীগের পরই জাতীয় পার্টির অবস্থান। এর আগে, দশম জাতীয় সংসদেও বিরোধী দলে ছিল জাতীয় পার্টি।
লাঙ্গল প্রতীকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি যে আসনগুলো পেয়েছে সেগুলো হলো-
ঢাকা বিভাগ থেকে আবু হোসেন বাবলা ((ঢাকা-৪), কাজী ফিরোজ রশীদ (ঢাকা-৬), লিয়াকত হোসেন (নারায়ণগঞ্জ-৩), সেলিম ওসমান (নারায়ণগঞ্জ-৫) এবংমুজিবুল হক (কিশোরগঞ্জ-৩) থেকে নির্বাচিত হয়েছে। চট্টগ্রাম বিভাগ থেকে যে দু\’টি আসনে লাঙল প্রতীক জয় পেয়েছে সে দু\’টি হলো- আনিসুল ইসলাম মাহমুদ (চট্টগ্রাম-৫) এবং মাসুদ উদ্দিন চৌধুরী (ফেনী-৩)।
বরিশাল বিভাগে গোলাম কিবরিয়া টিপু (বরিশাল-৩), নাসরিন জাহান রত্না (বরিশাল-৬) এবং পিরোজপুর-৩ আসন থেকে রুস্তম আলী ফরাজী লাঙ্গল প্রতীকে জয়ী হন।
রাজশাহী বিভাগ থেকে শরিফুল ইসলাম জিন্নাহ, বগুড়া-২ আসন থেকে ও নুরুল ইসলাম তালুকদার, বগুড়া-৩ থেকে নির্বাচিত হন। আর সিলেট বিভাগে লাঙ্গলের সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী পীর হাবিবুর রহমান জয়ী হন।
ময়মনসিংহ বিভাগ থেকে রওশন এরশাদ (ময়মনসিংহ-৪) ও ফখরুল ইমাম (ময়মনসিংহ-৮) লাঙল প্রতীকে নির্বাচিত জয়ী হয়েছেন।
তবে এবারের নির্বাচনে রংপুর বিভাগ থেকে সবচেয়ে বেশি আসন পেয়েছে জাতীয় পার্টি। রংপুর বিভাগ থেকে সাতটি আসন নিশ্চিত করেছে দলটি। এই সাত আসনের জয়ী প্রার্থীরা হলেন, নীলফামারী-৩ আসন থেকে রানা মোহাম্মদ সোহেল, নীলফামারী-৪ আসন থেকে আহসান আদেলুর রহমান, রংপুর-১ আসন থেকে দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, রংপুর-৩ আসন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, লালমনিরহাট-৩ আসন থেকে জি এম কাদের, কুড়িগ্রাম-২ আসন থেকে পনির উদ্দিন আহমেদ এবং গাইবান্ধা-১ আসন থেকে শামীম হায়দার পাটোয়ারী।
লেটেস্টবিডিনিউজ.কম/কেএস