প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায়কে বোঝাতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মিয়ানমার সরকারের বর্বর নির্যাতনের কারণে জীবন রক্ষায় ৪ লক্ষাধিক রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে। এখন তাদের আশ্রয়, চিকিৎসা, খাদ্য ও পানি নেই। রোহিঙ্গা শরণার্থীরা একটি অমানবিক অবস্থার মধ্যে রয়েছে। রোহিঙ্গাদের এ চিত্র বিশ্ব সম্প্রদায়কে বোঝাতে ব্যর্থ হয়েছেন ভোটারবিহীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’
বুধবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম গণহত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পর শেখ হাসিনা বলেছেন তিনি তাঁর কাছ থেকে রোহিঙ্গা ইস্যুতে কিছুই প্রত্যাশা করেন না। এটা প্রধানমন্ত্রীর শুধু ব্যর্থতাই নয়, অযোগ্যতাও। আজ এ রোহিঙ্গা ইস্যুতে বন্ধু দেশগুলোও বাংলাদেশের পাশে নেই। এর কারণ প্রধানমন্ত্রী সেই নীতি অবলম্বন করতে পারেননি, তিনি দেশের মধ্যেও গণবিরোধী নীতি অবলম্বন করেছেন।’
বাংলাদেশে পালিয়ে আসা শরণার্থীদের যাচাই-বাছাই করে ফেরত নেয়া হবে অং সান সু চির এমন বক্তব্যে কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘তাঁর এ বক্তব্যে আমরা হতাশ। সু চির এ বক্তব্য সমর্থনযোগ্য নয়। আসলে সু চি অবলীলায় মিথ্যা কথা বলে যাচ্ছে। তার বক্তব্যে নির্যাতিত এ রোহিঙ্গাদের কথা উচ্চারিত হয়নি। তার বক্তব্য মানবতাবিরোধী। সু চি আর গণতন্ত্রের নেত্রী নন, তিনি রক্তপিপাসুদের প্রতিনিধিত্ব করছেন।’
তিনি আরও বলেন, ‘মিয়ানমার থেকে আনা আতপ চাল দেশের মানুষ কিনছে না। কারণ দেশের ৫ ভাগ মানুষও আতপ চাল খায় না। এছাড়া গণহত্যার সঙ্গে জড়িতদের কাছ থেকে এ চাল আনায় কেউ এ চাল কিনছে না।’
দুর্গাপূজার প্রাক্কালে দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙা হচ্ছে অভিযোগ করে রিজভী বলেন, ‘এর সঙ্গে ছাত্রলীগ, যুবলীগসহ ক্ষমতাসীনদের অন্যান্য লীগ জড়িত। আর মামলা দিচ্ছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। অথচ বিএনপি রাজপথে একটা মানববন্ধনও করতে পারে না। আসলে আওয়ামী লীগ সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দেশের শান্তি ও সমৃদ্ধি নষ্ট করছে।’
এ মানববন্ধনে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিব উন নবী খান সোহেল, মীর সরফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, আমিনুল ইসলাম, এম এ মালেক, নেছারুল হক, মহানগর নেতা ইউনুস মৃধা, রফিকুল ইসলাম রাসেল, এম এ হান্নান, ওলামা দলের দেলোয়ার হোসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ