বিএনপি একটি অসুস্থ দল: খালিদ

বিএনপিকে অসুস্থ দল আখ্যা দিয়ে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘৩৫ জেলায় বন্যা, উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে যখন বাংলাদেশের মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবেলা করছে; বিএনপি নেত্রী তখন অসুস্থতার অজুহাতে লন্ডনে অবস্থান করছেন। একবারও দেশের মানুষের কথা চিন্তা করেন নাই।’

মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলায় পূজা উদযাপন কমিটি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ বলেন, ‘আগে খালেদার কুপুত্র তারেক অসুস্থ ছিল। পরে খালেদা জিয়া অসুস্থ..। এ দলটাই অসুস্থ। এ দলটি বাংলাদেশের পচন অংশ। এটা না কাটলে দেশের জন্য মহামারি হয়ে উঠবে।’

মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের মানুষ রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে মানবিক আচরণ করছে বলে মন্তব্য করে খালিদ। বলেন, ‘একাত্তরে বাংলাদেশের কোটি মানুষ ভারতে শরণার্থী ছিল। সেসময় নারী-শিশুসহ বাংলাদেশের ১৫ লাখ শরণার্থী জীবন দিয়েছিল। মুক্তিযুদ্ধের সে মানবিকতার শিক্ষা থেকেই বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে স্বাধীনভাবে জীবনধারণ করবে, উৎসব উদযাপন করবে- এটাই বাংলাদেশের সৌন্দর্য। এটাই মুক্তিযুদ্ধের চেতনা। সেই চেতনায় বাংলাদেশের মানুষ রোহিঙ্গা শরণার্থীদের আপন করে নিয়েছে।’

খালিদ মাহমুদ বলেন, সারা পৃথিবীর মানবিকতা যখন মুখ থুবড়ে দাঁড়িয়েছে; তখন মাথা তুলে দাঁড়িয়েছেন শেখ হাসিনা। আজকে সারা বিশ্বের মানবিক নেতার নাম শেখ হাসিনা।

তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এই সভায় নগদ ১৫ লাখ টাকা, ৫০০ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। বিরল পূজা উদযাপন পরিষদের সভাপতি জগেন্দনাথের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশন কবীর, পরিষদের সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সশীল চন্দ্র রায়, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু। বিকালে বোচাগঞ্জ উপজেলায় অনুরূপ অনুষ্ঠানে সরকারি অর্থ ও শাড়ি-লুঙ্গি বিতরণ করবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top