রোহিঙ্গা সমস্যা সমাধানে নতজানু পররাষ্ট্রনীতি ছেড়ে ঘুরে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের উপর অমানবিক নির্যাতন ও হামলায় আমরা উৎকণ্ঠিত। সমগ্র বিশ্ব বিবেক প্রতিবাদে জাগ্রত কিন্তু বর্তমান সরকারের কোন জোরালো অবস্থান, কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।’
বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গাদের উপর হত্যাযজ্ঞ বন্ধের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী বলছেন তিনি নাকি রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেছেন। অথচ বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সরকারের কার্যকর উদ্যোগ নেই। নেই কূটনৈতিক তৎপরতা। তারা শুধু মাত্র দায়সারাভাবে রাষ্ট্রদূতকে ডেকে কিছু কথা বলে ছেড়ে দেয়া হচ্ছে। কারণ, বর্তমান ক্ষমতাসীন সরকার গণবিরোধী। জনগণের রায়ে নির্বাচিত নয়। জনগণের ভোটে যদি নির্বাচিত সরকার হতো তাহলে রোহিঙ্গাদের প্রতি সহানুভুতিশীল হতো। আশ্রয়ের পরিবর্তে বন্দুক হাতে দাঁড়িয়ে থাকতো না।’
রোহিঙ্গা ইস্যুতে অং সান সু চিকে সমর্থন করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে মিয়ানমারের রোহিঙ্গাদের উপর হত্যা নির্যাতনে সমর্থন দেয়ায় আমরা বিস্মিত হয়েছি। হতবাক হয়েছি।’
শান্তিতে নোবেলে পাওয়া অং সান সু চির সমালোচনা করে সাবেক এই ছাত্র নেতা বলেন, ‘তিনি (অং সান সু চি) এক সময়ে সকলের মডেল ছিল। কিন্তু তিনি ম্যান্ডেলার মতো আন্তর্জাতিক সীমা রেখা অতিক্রম করতে ব্যর্থ হয়েছেন।’
রোহিঙ্গা নির্যাতনের চিত্রকে নতুন কারবালা বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, ‘রোহিঙ্গাদের উপর নির্যাতন সুপরিকল্পিত। এদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।’
সংগঠনের সভাপতি ইশতিয়াক আজীজ উলফাতের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, বাংলাদেশ কল্যাণ পার্টির সহ-সভাপতি সাহিদুর রহমান তামান্না এবং মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ০৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি