ড. কামালকে এক হাত নিলেন প্রধানমন্ত্রী

সাবেক আওয়ামী লীগ নেতা এবং পরে দল থেকে বের হয়ে গণফোরাম প্রতিষ্ঠাকারী আইনজ্ঞ ড. কামাল হোসেনের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী। আদালতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে অশালীন গালি দেয়া এবং নিজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বর্তমান সংসদে একইভাবে নির্বাচিত সংসদ সদস্যদের সমালোচনা করায় এই নিন্দা জানান তিনি।

গতকাল সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনায় ড. কামালের এই সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

গত ১৮ মে উচ্চ আদালতে একটি মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের অশালীন গালি দেন কামাল হোসেন। তার বক্তব্যের শব্দচয়নে আপত্তি জানালে তিনি অ্যাটর্নি জেনারেলকে বলেন, ‘শাট আপ, বাস্টার্ড। ইউ টেক ইউর সিট (চুপ কর, তুমি তোমার জায়গায় বসো।’

প্রধানমন্ত্রী বলেন, অ্যাটর্নি জেনারেলকে নিয়ে আদালতে যা তা মন্তব্য করা হচ্ছে। তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেলকে কোনো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী যে জঘন্য ভাষায় গালি দিলেন, কোনো ভদ্রলোকের সন্তান এইভাবে গালি দিতে পারেন, সেটা আমার জানা ছিল না।’

‘ড. কামাল হোসেনের মত মানুষ অ্যাটর্নি জেনারেলকে যে গালি দিলেন অকথ্য ভাষায়, যে শব্দ তিনি বলেছেন, তা অন্তত আমার মুখ দিয়ে বলতে আমার নিজেরই লজ্জা হয়। সেই ধরনের বক্তব্য তিনি দিলেন। আজকে কোর্টের অবস্থাটা কোথায় নিয়ে যাচ্ছেন তারা, সেটাই আমার প্রশ্ন।’

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫২ জনের নির্বাচিত হওয়ায় ড. কামালের সমালোচনারও জবাব দেন প্রধানমন্ত্রী। জানান, ১৯৭৩ সালের সংসদ নির্বাচনের পর বঙ্গবন্ধুর ছেড়ে দেয়া একটি আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কামাল হোসেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে সবথেকে অবাক লাগে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন আইনজীবী, যিনি নির্বাচনে কোনোদিন কনটেস্ট করে জিততেই পারেন নাই। জাতির পিতার ছেড়ে দেয়া সিট থেকে যাকে নির্বাচন করে নিয়ে আসা হয়েছিল এবং আনকনটেস্টেড, যিনি নিজেই আনকনটেসটেড সংসদ সদস্য ছিলেন, তিনি আবার সংসদ সদস্যদের নিয়ে কথা বলেন।’

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ২২ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম

Scroll to Top