আনুপাতিক হারে নির্বাচন হলে সব দলের প্রতিনিধিত্ব থাকবে। তাই আগামী নির্বাচন হতে হবে আনুপাতিক হারে। প্রয়োজনে এই দাবি আদায়ে আবারও রাজপথে নামার হুশিয়ারি দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দেশের চলমান জাতীয় সংকট, আগামী নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতিসহ চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি।
ছাত্র প্রতিনিধিরা যদি ছাত্র অবস্থায় ডিসি এসপিদের সঙ্গে নিয়োগ নিয়ে ডিল করে, তাহলে একটা চাঁদাবাজ প্রজন্ম তৈরি হবে মন্তব্য করে দলের নেতাকর্মীদের উদ্দেশে নুর বলেন, ‘গণঅধিকারের ব্যানার ব্যবহার করে কেউ অনৈতিক কোনো ফায়দা নিতে চাইলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।’
নিজের দলের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ে নুর বলেন, ‘ক্ষমতায় আসার আগেই কোনো কোনো দলের উৎপাত আধিপত্য বেড়েছে, অন্য দলকে রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়া হচ্ছে। এমনকি রাজনৈতিক ফায়দা নিতে কেউ কেউ আওয়ামী লীগকে জিইয়ে রাখতে চায়।’
এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের তাগিদ দিয়ে নুরুল হক নুর বলেন, ‘জাতীয় নির্বাচনে ৩০০ আসনে লড়বে গণঅধিকার পরিষদ। এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট করিনি, তবে ভবিষ্যতে করবো কিনা তা নিয়ে সভায় আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।’