ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগে এর গঠনতন্ত্র সংস্কারের দাবি জানিয়েছে ছাত্রদল। পাশাপাশি ছাত্র সংসদে উপাচার্যের ক্ষমতা কমানোরও দাবি তোলা হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) ডাকসু নিয়ে ঢাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব দাবির কথা জানানো হয়।
ডাকসুর সংস্কার প্রস্তাবনা রেজিস্ট্রার বরাবর জমা দেয়া হয়েছে জানিয়ে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, নিয়মমাফিক ডাকসু নির্বাচন ছাড়া প্রত্যাশা পূরণ সম্ভব না। আমাদের সংস্কারগুলো বাস্তবায়ন হলে সাধারণ শিক্ষার্থী ও মানুষের জন্য কল্যাণ বয়ে আনবে।
তিনি বলেন, ডাকসুকে কার্যকর করতে হলে গঠনতন্ত্রে সংস্কার দরকার। আর ঢাবির উপাচার্য নির্বাচিত প্রতিনিধি না হয়েও ডাকসুর অভিভাবক হওয়া স্বৈরতন্ত্রেরই প্রতিচ্ছবি।
ডাকসু নির্বাচনের ৩০ দিন আগে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ ও আপিলের সুযোগ রাখারও দাবি জানানো হয় ছাত্রদলের পক্ষ থেকে।
ব্রিফিংয়ে ফ্যাসিস্ট হাসিনার পতনে সক্রিয় ভূমিকা রেখেছে ছাত্রদল, এমন দাবি জানিয়ে ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ডাকসুর বর্তমান গঠনতন্ত্র সাধারণ শিক্ষার্থীদের চাহিদা পূরণে সক্ষম নয়, এর সংস্কার করতে হবে।
তিনি দাবি জানান, ভোটার ও প্রার্থী হওয়ার বিষয়ে ৩০ বছরের বয়স সীমা না রেখে সব নিয়মিত ছাত্রদের জন্য উন্মুক্ত রাখতে হবে।
ডাকসু সভাপতির পদকে সরাসরি ভোটে শিক্ষার্থীদের মধ্যে নির্বাচিত করার দাবি জানিয়ে তিনি বলেন, ঢাবির প্রতিটি সিদ্ধান্তে ছাত্র প্রতিনিধির কার্যকর অংশগ্রহণ থাকতে হবে।
এদিকে সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকেও ডাকসুর গঠনতন্ত্র সংস্কারের প্রস্তাব দেয়া হয়েছে।