বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার চাইলে ২০২৫ জাতীয় নির্বাচন করা সম্ভব।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীতে গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অনুপস্থিতর ফলে দেশে কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থা কায়েম হয়েছিল। প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও সংস্কার সাধন করে সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে তত্বাবধায়ক সরকার হিসেবে কাজ করার সুযোগ সীমিত-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, সরকার চাইলে ২০২৫ জাতীয় নির্বাচন করা সম্ভব।
একই অনুষ্ঠানে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, গণঅভ্যুত্থানের দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। এক্ষেত্রে অতিবিলম্ব কাম্য নয়।
সাম্প্রতিক সময়ে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসিনতা নানা প্রশ্নের জন্ম দিয়েছে এ মন্তব্য করে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বিচার করা বর্তমান সরকারের দায়িত্বের মধ্যে পরে৷