ন্যায়-সুবিচারই শেষ পর্যন্ত জয়ী হয়, এটাই সত্যের সৌন্দর্য: তারেক রহমান

বহুল আলোচিত গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমান খালাস পেয়ে বলেছেন, সত্যের সৌন্দর্য হচ্ছে এটি অনিবার্যভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে নিশ্চিতভাবেই বিজয় লাভ করে। অবশেষে আমাদেরে এই বিশ্বাস দেয় যে, শেষ পর্যন্ত ন্যায় ও সুবিচার জয়ী হয়।

রোববার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ফেসবুকে দেয়া এক পোস্টে সবার উদ্দেশে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন– আসুন, আমরা রাজনৈতিক প্রতিশোধের অবসান ঘটাতে একত্রিত হই এবং ইতিহাসের এমন একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে রাজনৈতিক পার্থক্যের জন্য কারও জীবন বা পরিবার ধ্বংস হবে না।

ইংরেজিতে লেখা ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন– আমরা গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত করার অঙ্গীকার করি, যা বিশ্বাস ও মতাদর্শের বৈচিত্র্যকে ধারণ করে নির্বাচনী অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ধারণ করে জনগণকে ক্ষমতায়িত করে। সেই যাত্রায় সব নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষা এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও নিয়মভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা আইনের শাসন, মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই।

উল্লেখ্য, বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়্যারম্যান তারেক রহমাহসহ সকল আসামিকে আজ খালাস দেন হাইকোর্ট। পাশাপাশি, এই মামলার অভিযোগপত্রও অবৈধ ঘোষণা করেন আদালত। এরপর সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তারেক রহমান।

Scroll to Top