ইসকনকে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না: হান্নান মাসুদ

ইসকনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে সংগঠনটির কোনো এজেন্ডা এ দেশে বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হান্নান মাসুদ।

বুধবার (২৭ নভেম্বর) উগ্রবাদী সন্ত্রাসী হামলায় শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শোক ও সম্প্রীতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

হান্নান বলেন, ‘ইসকন মানেই হিন্দু সংগঠন। বাংলাদেশের মাটিতে বসে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে দেয়া হবে না। ইসকন শুধু আলিফকেই হত্যা করেনি, পাহাড়ে নওমুসলিম ইমামকেও হত্যা করেছিল। তাই আমরা জীবন দিয়ে হলেও এ দেশের সার্বভৌমত্ব রক্ষা করবো।’

কেন্দ্রীয় সংগঠক নুসরাত তাবাসসুম বলেন, ‘পতিত সরকারের ষড়যন্ত্র বাংলাদেশের মানুষ বাস্তবায়ন করতে দেবে না। নাগরিক তাদের দায়িত্ব পালন করছে, সরকার এবার আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। দায়িত্ব পালন করতে না পারলে আপনাদেরও জবাবদিহি করতে হবে।’

এ সময় তিনি প্রশ্ন তোলেন, গোয়েন্দা বিভাগ কেন কাজ করছে না? প্রসাশনের সবগুলো ইউনিটকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Scroll to Top