গোয়েন্দা সংস্থাগুলো কী করছে, প্রশ্ন ছাত্র অধিকার পরিষদের

একদিকে শিক্ষার্থীদের মারামারি, আরেকদিকে রিকশাচালকদের জমায়েত, অন্যদিকে অহিংস গণ-আন্দোলনের নামে শাহবাগে গণজমায়েত–এমন পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থা কী করছে, জানতে চেয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

সোমবার (২৫ নভেম্বর) শিক্ষাঙ্গনে অস্থিরতা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, আওয়ামী লীগ ঘুমিয়ে নেই, নানারূপে ফিরে আসার চেষ্টা করছে তারা। তারা প্রতিটি গ্যাঞ্জামে ঢুকে যাচ্ছে।

কোনো প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানের শত্রু নয়, তারপরও কীভাবে শিক্ষার্থীদের সংঘাত হলো–এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘একদিকে শিক্ষার্থীদের মারামারি, আরেকদিকে আগারগাঁওয়ে রিকশাচালকদের জমায়েত, আরেকদিকে অহিংস গণ-আন্দোলনের নামে শাহবাগে জমায়েত–আমাদের গোয়েন্দা সংস্থার মশাইরা কী করছেন? নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? নাকি ঘাস কাটছেন?’

শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান জানিয়ে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় সভাপতি বলেন, ‘কারো উসকানিতে পা দেবেন না। মা-বাবার বুক খালি করবেন না। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের বলব, আপনারা বাবা-সোনা বলে শিক্ষার্থীদের ফিরিয়ে আনুন।’

উপদেষ্টাদের দু-তিনজন ছাড়া কেউ রাজপথের নেতৃত্বে ছিলেন না দাবি করে বিন ইয়ামিন বলেন, ‘উপদেষ্টারা ব্যর্থ হচ্ছেন। আপনারা আওয়ামী লীগ, জাতীয় পার্টির অপতৎপরতা কেন নিষিদ্ধ করতে পারছেন না, এ প্রশ্নের জবাব দিতে হবে। আমরা বলেছিলাম বিপ্লবী সরকার, কিন্তু আপনারা এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিলেন। এখন উপদেষ্টা হয়ে বলছেন চরম গণ-অভ্যুত্থানের কথা। আপনারা তো সরকারে, তাহলে আপনারা কীভাবে গণ-অভ্যুত্থান করবেন? এটা তো সার্কাস খেলা না, এটা রাষ্ট্র পরিচালনা।’

Scroll to Top