ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না জনগণ নির্ধারণ করবে: সারজিস আলম

সাধারণ ছাত্ররা রাজনৈতিক দল ঘোষণা করবে কি না তা জনগণই নির্ধারণ করবে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বলেন, দেশে আরও কয়েকটি রাজনৈতিক দল দরকার। কারণ যত দল বাড়বে ততো জবাবদিহিতা বাড়বে। গতকাল রোববার (১৭ নভেম্বর) টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, দেশকে এগিয়ে নিতে হলে মাইনাস টু ফর্মুলা বাদ দিয়ে প্লাস টু ফর্মুলা করতে হবে। তাহলেই দেশ দ্রুত এগিয়ে যাবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে স্বচ্ছ নির্বাচন কমিশন, স্বচ্ছ আইন শৃঙ্খলা বাহিনীর দরকার। তাই যথাযথ যৌক্তিক সময় দরকার এই সরকারের।

মাওলানা ভাসানী সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিত্বের কথা চিন্তা করলেই চলে আসে প্রথম সারিতে ভাসানীর কথা। তিনি এদেশের মাটি ও মানুষের নেতা হতে পেরেছিলেন। কারণ তিনি সকল মানুষের সাথে মেশার জন্য লুঙ্গি ও পাঞ্জাবি পরতেন। তিনি ছিলেন ন্যায়ের পক্ষে, অন্যায়ের সাথে কোনদিনও আপোষ করেননি বলেও জানান তিনি।

Scroll to Top