বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া ঠেকানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির কাণ্ডারি তারেক রহমানের প্রধানমন্ত্রীর আসনে শুধু অধিষ্ঠিত হওয়া বাকি রয়েছে। সেটা কীভাবে ঠেকানো যায়, বন্ধ করা যায় সেই চেষ্টা চলছে। এটা ওয়ান-ইলেভেন থেকে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় এখন কেউ কেউ মনে করছেন তারেক রহমান এবং বিএনপিকে ঠেকানোর জন্য শত আয়োজন করা হচ্ছে।
তিনি বলেন, বিএনপি আপনার কাছে ক্ষমতা চায় না। আমরা জনগণের ভোটাধিকার চাই। গত ১৬ বছর ধরে এই ভোটাধিকার আমরা চেয়ে আসছি। আপনি কী করবেন সেটা যত দ্রুত সম্ভব করুন। করে নির্বাচনের তারিখ ও রোডম্যাপ ঘোষণা করেন। পুলিশ দরকার নাই, প্রশাসন দরকার নাই, সেনাবাহিনীরও দরকার নাই। ভালো নির্বাচন কী করে করতে হয় এ দেশের জনগণ জানে।